তাজমহলের কাছাকাছি একটি শ্মশান থাকায় তা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
“ঐ শ্মশানে পোড়ানো কাঠের আগুনের ধোঁয়ায় মুঘল সম্রাট শাহজাহানের তৈরি অসামান্য এই সৌধের ক্ষতি হচ্ছে।” উত্তর প্রদেশ রাজ্য সরকারকে দেওয়া এই নির্দেশনায় এমনটিই বলা হয়েছে।
ভারতের সর্বোচ্চ আদালত বলেছে, হয় কাঠ পোড়ানো শ্মশানটি সরিয়ে নিতে হবে। নাহলে কাঠের বদলে ধোঁয়াবিহীন বিদ্যুৎ চুল্লি বসাতে হবে।
আগামী দু সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। চারশো বছর আগে তৈরি তাজমহল বিশ্বের অন্যতম বিখ্যাত সৌধ। বছরে প্রায় ৩০ লাখ মানুষ তাজমহল দেখতে আসে।
কিন্তু আশপাশের কলকারখানার ধোঁয়ায় গত কয়েক দশক ধরে সাদা মুক্তার রংয়ের মার্বেল পাথর হলুদ রং নিচ্ছে বলে উদ্বেগ বাড়ছে। ক্ষতি ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে আগ্রা শহরের কাছাকাছি বহু কলকারখানা বন্ধ করে দেয়া হয়েছে।
আগ্রার বাসিন্দারা যাতে ডিজেল চালিত জেনারেটর না চালায়, সে জন্য শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে রাজ্য সরকার। মনকি ঘুটে বা গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আগ্রায়। এখন কাঠ পোড়ানো শ্মশান বন্ধেরও নির্দেশ এলো সুপ্রিম কোর্ট থেকে।
সুত্রঃ বিবিসি
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।