তিউনিসিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় আমদৌন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের দৈনিক নিউইর্য়ক টাইমস।
জানা যায়, ৪৩ জন আরোহী নিয়ে রাজধানী তিউনিসের ১৮৫ কিলোমিটার পশ্চিমে জনপ্রিয় পার্বত্য পর্যটন কেন্দ্র আইন দ্রাহামে যাচ্ছিল বাসটি। পথিমধ্যে তীব্র বাতাসের মধ্যেই চালক বাঁক নেওয়ার চেষ্টা করেন। তবে তার সেই চেষ্টা সফল হয়নি; বরং ৪৩ জন আরোহী নিয়ে বাসটি একটি খাদে পড়ে যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।