দাম ভারতীয় মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার বেশি। ওজন ৭০০ গ্রাম। তামাম দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে সোনার ব্রা। বেশ কয়েক মাস আগেই র্যাম্পে আত্মপ্রকাশ করেছিল। এবার চিনের বাজারে এল মহিলাদের সোনার এই ব্রা।
সম্প্রতি উত্তর-পশ্চিম চিনে পিংলিয়াং শহরে ‘গোল্ডেন লঁজারি শো’-এ সাধারণের কেনার জন্য আনা হল স্বর্ণের ব্রা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, বিভিন্ন স্টাইলের চোখ ধাঁধানো স্বর্ণের ব্রা-এর বিক্রিও হচ্ছে হু-হু করে। শুধু কেনার জন্য নয়, নিরেট স্বর্ণের ব্রা দেখার জন্যই জুয়েলারি শপে উপচে পড়ছে ভিড়। ব্রা ছাড়াও চীনেরজুয়েলারি শপে দেদার বিকোচ্ছে স্বর্ণের ওয়েডিং গাউন, ড্রেসও।
অগস্টে চিনা ভ্যালেন্টাইন’স ডে-তেই প্রথম স্বর্ণের ব্রা জুয়েলারি শপে এনেছিল চীনের স্বর্ণব্যবসায়ীরা। সেবারও ব্যাপক চাহিদা ছিল ওই ব্রা-এর। স্বর্ণের ব্রা-কে অনেকে বলছেন, ‘সলিড সাপোর্ট’। এ বছরের প্রথম দিকে মধ্য চীনের শিয়ান শহরে বিক্রি হয়েছিল ছেলেদের জন্য স্বর্ণের জামাও। ব্যবসায়ীরা জানাচ্ছেন, চীনের সুপার রিচ বা ধনকুবেরদের কাছে স্বর্ণের জামা, অন্তর্বাসের ব্যাপক চাহিদা।
তথ্যসূত্র: এই সময়
## আইনস্টাইনকেও হার মানাবে পুঁচকে বাংলাদেশি!
## অর্ধেক খুলি নিয়েও বেঁচে আছেন যিনি
## বাগেরহাটে দুই কিশোরীর বিরল প্রেম
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।