ভাবছেন অসম্ভব? অবিশ্বাস্য হলেও সত্যি। চিটাগাং ভাইকিংসের হয়ে খেলা জিম্বাবুয়েন বোলার এলটন চিগুম্বুরা তার এক ওভারে দিয়েছেন ২২ রান। আর এর মধ্যে প্রথম বলেই দিয়েছেন ১৩ রান।
চিগুম্বুরার সেই ওভারে অধিনায়ক তামিম ইকবাল দুইবার করে তাকে পরামর্শ দিয়েছেন। হতে পারে সেটি ছিল উইকেট বরাবর বোলিংয়ের পরামর্শ। ওভার শেষে বেশ বিরক্তই দেখাচ্ছিল ড্যাশিং ওপেনার তামিমকে।
সোমবার চিটাগাংয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছিল বরিশাল বুলস। ১৮ ওভারে বরিশালের সংগ্রহ ৬ উইকেটে ১৩৭। ১৯তম ওভারে রান চেক দিতে তামিম ডেকে নেন জিম্বাবুয়ে সিরিজে বোলিংয়ে ভালো করা এলটন চিগুম্বুরাকে। কে জানতো সেই ওভারটির মাশুলই দিতে হবে বন্দরনগরী চট্টগ্রামের দলটিকে।
চিগুম্বুরা তার প্রথম বলটি করলেন কুপারকে। শর্ট ওয়াইড বলটিকে পাঠালেন সীমানার ওপর দিয়ে। পরের ফুলটস বলটিকে ‘নো’ ঘোষণা করলেন আম্পায়ার। সেই বলটিও বাউন্ডারি পার করলেন কুপার। ফ্রি হিটের বলটি হলো ওয়াইড। পরের বলটিও ওয়াইডের নির্দেশ।
অর্থাৎ এক বলে ওভার বাউন্ডারি, বাউন্ডারি, নো বল ও দু’টি ওয়াইডে ১৩ রান দিলেন চিগুম্বুরা। এরপর ওভারের দ্বিতীয় বলে কুপার এক রান, তৃতীয় বলে মাহমুদুল্লাহ এক রান, চতুর্থ বলে কুপার ছয় রান, পঞ্চম বলে কুপার এক রান নেন। শেষ বলে মাহমুদুল্লাহর উইকেটটি নেন চিগুম্বুরা। ২২ রান দিয়ে ওভার শেষ করেন তিনি। ফলে ১৯তম ওভার শেষে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫৯। মোট দুই ওভার বল করে ৩৮ রানে নেন এক উইকেট।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।