বিপিএলে নতুন রেকর্ড গড়লেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। রোববার বিপিএলে এবারের আসরে নিজের দ্বিতীয় ম্যাচে বোলিং করে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ডটি নিজের করে নেন ডানহাতি এ স্পিনার। আগে এই রেকর্ডটি ছিল জ্যাকব ওরামের।
বরিশালের বিপক্ষে চার ওভার বোলিং করে মাত্র পাঁচ রান খরচ করেন আফ্রিদি। উইকেট নেন দুটি। মেডেন ছিল এক ওভার। তার বোলিং ফিগার এরকম-৪-১-৫-২। ইকোনমি রেট ১.২৫।
এর আগে বিপিএলে সবচেয়ে মিতব্যয়ী বোলিং করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জ্যাকব ওরাম।গত বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন চিটাগং কিংসের কিউই এই অলরাউন্ডার। ইকোনমি রেট ১.৭৫। এ ছাড়া পাকিস্তানের মোহাম্মদ সামি রাজশাহীর হয়ে ৩.২ বলে ছয় রানে পাঁচ উইকেট নেন। ইকোনমি রেট ১.৮০।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।