দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পাবনার বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেনসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিন প্রার্থনা করলে বিচারক আবদুল কুদ্দুস মিয়া তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো অন্য চার আসামি হলেন, বেড়া পৌরসভার কাউন্সিলর ইসলাম উদ্দিন, আবদুস সামাদ মহলদার, নার্গিস আক্তার ও হাটের ইজারাদার মাহবুব হোসেন বাবলু।
দুদকের আইনজীবী আবদুর রহিম খান জানান, ক্ষমতার অপব্যবহার, সরকারি আড়াই কোটি টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ এনে দুদকের পাবনা অফিসের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে গত বছরের ৩১ আগস্ট বেড়া পৌর মেয়র আবদুল বাতেনসহ ১৫ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেন।
মামলার বিবরণে বলা হয়, বেড়া সিঅ্যান্ডবি করমজা নতুনহাটের প্রায় আড়াই কোটি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আসামিরা দুর্নীতির আশ্রয় নিয়ে আত্মসাৎ করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।