একাদশ-দ্বাদশ শ্রেণী
বাংলা প্রথম পত্র

১। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্নাতক পাস করেন কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

২। বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ-

ক. ১৯৩৮ সালে
খ. ১৮৩৫ সালে
গ. ১৯৩৭ সালে
ঘ. ১৮৩৮ সালে

 

৩। প্রমথ চৌধুরী তাঁর ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে সাহিত্যকে তুলনা করেছেন

ক. খেলার ময়দানের সঙ্গে
খ. খেলার সঙ্গে
গ. আনন্দের সঙ্গে
ঘ. দুঃখের সঙ্গে

 
৪। ‘শবচ্ছেদ’ কথাটির অর্থ কি?

ক. ছিঁড়ে ফেলা
খ. ভেঙে করা
গ. ব্যবচ্ছেদ
ঘ. মড়া কাটা

 
৫। ‘প্রবৃত্তি’ শব্দটির অর্থ –
i. ইচ্ছা ii. আসক্তি iii. অভিরুচি
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

 

৬। শিব হচ্ছে-
i. মঙ্গলকারী দেবতা  ii. মহাদেব  iii. অসুর
নিচের কোনটি সঠিক?

ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও ii

 
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭- ৯নং প্রশ্নগুলোর উত্তর দাও :
পুরুষতান্ত্রিক সমাজে স্ত্রী হলো পুরুষের হাতের পুতুল। পুরুষরা নারীর ওপর কর্তৃত্ব খাটাতে চায়। যেমন রামচন্দ্র স্বামিত্বের ষোলো আনা বহাল রাখতে গিয়ে সীতার পবিত্র হৃদয়কে দলিত, মথিত ও চূর্ণ-বিচূর্ণ করেছেন। আজকালও পুরুষরা স্ত্রীকে শিক্ষা দেয়ার জন্য সীতাকে আদর্শরূপে দেখান এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেন।

৭। রামের সঙ্গে সীতার সম্পর্ক কেমন?

ক. বালকের সঙ্গে পুতুলের যে সম্পর্ক
খ. বালকের সঙ্গে বালিকার যে সম্পর্ক
গ. স্বামীর সঙ্গে স্ত্রীর যে সম্পর্ক
ঘ. কোনোটিই নয়

 
৮। নারীদের পশ্চাৎপদতার কারণ কি?
i. পুরুষের আধিপত্য  ii. নারীশিক্ষার অভাব  iii. মানসিক দাসত্ব নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

 
৯। কোন বানানটি শুদ্ধ?

ক. রমণী
খ. প্রণয়িনী
গ. অর্ধাঙ্গী
ঘ. সবগুলো

 
১০। ‘পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার’ উক্তিটিতে কি বোঝানো হয়েছে?

ক. স্বামীর বিয়োগ বেদনায় বিহ্বল হওয়া
খ. অবিরাম ধারায় চোখের জল পড়া
গ. সন্তান হারিয়ে মায়ের বিয়োগ ব্যথা
ঘ. সহপাঠীদের দীর্ঘশ্বাস

 
১১। আধুনিক বাংলা কবিতার জনক কে?

ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. শামসুর রাহমান

 
উত্তর: ১. ঘ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ক