জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর।
২২ নভেম্বর ঘ-ইউনিট, ২৩ নভেম্বর গ-ইউনিট, ২৪ নভেম্বর খ-ইউনট, ২৫ নভেম্বর ক-ইউনিট এবং ২৬ নভেম্বর ঙ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার পাঁচটি ইউনিটে মোট আবেদন পড়ে ২২ হাজার ৯২০টি। এর মধ্যে (ক-ইউনিটে ৪৭৬৭টি, খ-ইউনিটে ৪৯৭৮টি, গ-ইউনিটে ৫৪৩৫টি, ঘ-ইউনিটে ৭০৮৪টি এবং ঙ-ইউনিটে ৬৫৬টি) আবেদন জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৮২৫টি আসন সংখ্যার বিপরীতে প্রতিটি আসনে আবেদন জমা পড়েছে প্রায় ২৮টি।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক জনসংযোগ এসএম হাফিজুর রহমান জানান, ক, খ, গ এবং ঘ ইউনিটে পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।
বিজোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা বেলা ১১টায় এবং জোড় নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ঙ-ইউনিটের পরীক্ষা কেবলমাত্র এক শিফটে বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।