হঠাত্ পদত্যাগ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। নিউল্যান্ড টেস্টের শেষ দিনটা যেমন ছিল নাটকীয়, খেলার শেষে আমলার পদত্যাগটা হল ততটা নাটকীয়।
আমলার জায়গায় অধিনায়ক হিসেবে আনা হলো এবি ডেভিলিয়ার্সকে। যিনি এখন দলের ওয়ানডে অধিনায়ক। আমলা জানিয়েছেন, অধিনায়ক হিসেবে কাজ করার চেয়ে তিনি এখন ব্যাটসম্যান হিসেবে আরো মনোযোগ করতে চান।
ডারবান টেস্টে ইংল্যান্ডের কাছে ২৪১ রানে হারের পর দেশে সমালোচনার মুখে পড়তে হয় আমলাকে। ব্যাটেও সেভাবে রান পাচ্ছিলেন না তিনি। কেপটাউন টেস্টে দুরন্ত দ্বিশতরান করে সমালোচনার জবাব দেন।
বুধবার কেপটাউন টেস্টে একটা সময় বেশ বেকাদায় পড়ে গিয়েছিল ইংল্যান্ড। শেষমেশ অবশ্য ম্যাচ ড্র হয়ে যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।