ঘরোয়া ফুটবলের দলবদলের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার। কিন্তু অনানুষ্ঠানিকভাবে প্রায় সব ক্লাবই ঘর গুছিয়ে নিয়েছে। এক মাস ৫ দিন ব্যাপী স্থানীয় ফুটবলারদের দলবদলের সময়টা শুধুই কাগজ-কলমে পাকাপাকির বিষয়। নতুন মৌসুমে কে কোন ক্লাবে খেলবে তা ঠিকঠাক।
ফুটবলের মান না বাড়লেও প্রতি বছর ফুটবলারদের পারিশ্রমিক বাড়ছে। খেলোয়াড় স্বল্পতার কারণেই ফুটবলের দলবদলের বাজার চড়া। অনেকের কাছে অবাক হওয়ার মতো তথ্য- বাংলাদেশের কিছু ফুটবলার ক্লাব থেকে মৌসুমে পারিশ্রমিক পান অর্ধকোটি। কেউ কেউ পান তারও বেশি।
এ মৌসুমে দলবদলের বাজারে সবচেয়ে ‘বড় মাছ’ ইমন মাহমুদ বাবু। গত মৌসুমে আবাহনীতে খেলা এ মিডফিল্ডার এবার ৬৫ লাখ টাকায় যোগ দিচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবাগত ক্লাব বসুন্ধরা কিংসে। ইমন বাবু কিংবা বসুন্ধরা কিংসের দায়িত্বশীল কেউ এ ব্যাপারে মুখ খুলছেন না। তবে ইমন বাবুর ঘনিষ্ঠ অনেকে পারিশ্রমিকের অংকটা যে ৬৫ লাখ টাকা নিশ্চিত করেছেন। কেউ কেউ বলছেন ৬০ থেকে ৬৫ লাখ টাকার মধ্যে।
নতুন মৌসুমের জন্য অধিকাংশ ক্লাবের ঘর গোছানো শেষ। যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে ওঠা বসুন্ধরা কিংস এগিয়ে সবার চেয়ে। দলটিতে বলতে গেলে এবার তারকার মেলা। পাশাপাশি ভালো মানের বিদেশি ফুটবলার আনার চেষ্টাও চালাচ্ছে তারা। সেই সঙ্গে বিদেশি কোচও।
তিন বছর আগে ঢাকা মাতিয়ে যাওয়া হাইতির সনি নর্দেকে আবার ঢাকার ফুটবলে দেখা যেতে পারে এ ক্লাবের মাধ্যমে। নর্দে আরও দুই স্বদেশিও নিয়ে আসতে পারেন বসুন্ধরা কিংসের জন্য। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকার এক ফুটবলার আনার চেষ্টাও করছে প্রিমিয়ার লিগের নবাগত দলটি। পাশপাশি উন্নতমানের ইউরোপিয়ান এবং এশিয়ান কোটায় ভালো মানের ফুটবলার আনার চেষ্টা করছে ক্লাবটি।
স্থানীয় ফুটবলারদের মধ্যে ইমন বাবু ছাড়াও বসুন্ধরা কিংস সাইফ স্পোর্টিং ক্লাব থেকে নিচ্ছে মতিন মিয়া, হেমন্ত ভিনসেন্ট, মো. ইব্রাহিম, চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ, নুরুল নাইম ফয়সাল, মাসুক মিয়া জনি, মান্নাফ রাব্বী, আরামবাগের আবু সুফিয়ান সুফিল, শেখ রাসেলের মোস্তাক, আলমগীর রানা, সবুজ দাস, ব্রাদার্সের সালাহউদ্দিন, বিশাল দাস, শেখ জামালের দিদারুল আলম, রিদওয়ান বিন রাকিন ও মিতুল হাসান, মোহামেডানের রেজাউল করিম, বিজেএমসির শোয়েব, কৃষ্ণপদ ও জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের সোহানকে।