ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পড়শির সিনেমায় অভিনয়ের কিছু অংশ [ভিডিও]

porshi

porshiনায়িকা হিসেবে নাম লেখাতে যাচ্ছে জনপ্রিয় গায়িকা পড়শি। তাকে দেখা যাবে সাকিব খানের ছবি ‘মেন্টাল’ এ। ইতিমধ্যে পড়শি তার শুটিংও শেষ করেছেন।

আর তার এই শুটিং চলাকালীন একটি শুটের ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। আর এতে তার ভক্তরা দেখে নিতে পারবেন শুটিং এ কতটা সাবলীল ছিলেন পড়শি। মেন্টালের জন্য শানের সঙ্গে নিজের গাওয়া একটি গানের শুটিং এর অংশ এটি।

আর এতে দেখা যাচ্ছে যে সাগর পাড়ে একটি পাথরের উপর বসে আপন মনে গানটি গাইছেন পড়শি। সেই দৃশ্যধারণের সময়ই ভিডিওটা করা হয়। নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন পড়শির শুটিং এর সেই সময়ের মুহূর্তটি।

ভিডিওঃ

পাঠকের মতামত: