ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

মাহির বর কে এই অপু?

mahi

mahiঅনেকটা চুপিচুপিই বিয়ে করে ফেললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বর সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু। তবে মাহির বর মিডিয়ার সাথে সম্পৃক্ত না থাকায় এবং খুব একটা পরিচিত না হওয়ায় সকলের মাঝে কৌতুহলটা যেন একটু বেশিই। সবাই জানতে চাচ্ছেন, কে এই অপু?

পাঠকের কৌতুহল থেকেই খোঁজ নেয়া হয় মাহির স্বামী অপুর ইতি-বৃত্তান্ত। খোঁজ নিতে গিয়ে জানা গেছে, স্বাধীনতার আগে থেকেই অত্যাধিক ধনাঢ্য পরিবার মাহির স্বামী অপুদের। তার দাদা মৃত আব্দুল হামিদ সিলেট অঞ্চলের বিচারক ছিলেন। এছাড়া তিনি এদেশের রাজনৈতিকাঙ্গনেও দারুণ পরিচিত একজন ব্যক্তিত্ব। প্রথম সারির রাজনৈতিকদের তালিকায় ছিল আপুর দাদা আব্দুল হামিদের নাম। গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

শুধু তাই-ই নয়, ৫২ ‘র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন আব্দুল হামিদ। তিনি এদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন বলে জানা গেছে।

এদিকে আব্দুল হামিদের ছেলে আব্দুল মান্নান। তিনি একজন ব্যবসায়ী। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী গ্রামের বাসিন্দা তিনি। তিনি দেশের শীর্ষস্থানীয় একজন কয়লা আমদানিকারক। আব্দুল মান্নানের চার ছেলের মধ্যে অপু দ্বিতীয়।

অপুর ভাই জাবেদ মাহমুদ টিপু লন্ডন প্রবাসী। তারা দু’জন জমজ। তিনি এখনো বিয়ে করেনি। এছাড়াও অপুর আরো দুই ভাই দেশেই লেখাপড়া করছেন বলে জানা গেছে।

পারভেজ মাহমুদ অপু নিজেও একজন উচ্চ শিক্ষত। তিনি যুক্তরাজ্য থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে দেশে ফিরে বাবা আব্দুল মান্নানের সঙ্গে ব্যবসা করছেন।


## স্বামীকে নিয়ে প্রকাশ্যে এলেন মাহি

## সবার কাছে দোয়া চাইলেন মাহি

## গোপনে বিয়ে করলেন চিত্রনায়িকা মাহি

## ফেসবুকে ঘোষণা দিয়ে মডেল সাবিরার আত্মহত্যা

## প্রেমের প্রস্তাব দেয়া অন্যায় কিছু নয় : শিক্ষামন্ত্রী

 

পাঠকের মতামত: