ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

রণবীরকে একি বললেন সানি লিওন?

sunny-leone

sunny-leoneট্রেলার বেরনোর সঙ্গে সঙ্গেই ডাবস্ম্যাশে বাজিরাও সাজার ধুম পড়েছে বলিউডে। রীতেশ দেশমুখ, অক্ষয় কুমার ইতিমধ্যেই মজা করে বলেছেন, ‘বাজিরাও নে মস্তানি সে মোহব্বত কি হ্যায়, অ্যায়সে নেহি’!

এ বার বাজিরাওয়ের মিমিক্রি করলেন সানি লিওন। ডাবস্ম্যাশ ভিডিওতে দেখা যাচ্ছে, কল্পিত গোঁফ পাকাতে পাকাতে সানি বলছেন ভাইরাল হয়ে যাওয়া ওই সং‌লাপ। ‘বাজিরাও মস্তানি’-র প্রচারের জন্য অভিনব এই পন্থা বেছে নেওয়া হয়েছে।

আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। কিন্তু রণবীরকে ভিডিওতে কী বললেন সানি? তাঁর জন্য কি স্পেশাল কোনও মেসেজ দিলেন নায়িকা? তা জানতে বাজিরাও সানিকে দেখুন ডাবস্ম্যাশে।

পাঠকের মতামত: