ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

সিরাজগঞ্জে লরি-নছিমন সংঘর্ষে নিহত ৮

Road-Accident

Road-Accidentসিরাজগঞ্জের শাহজাদপুরে নছিমনের সঙ্গে তেলবাহী ট্যাংকলরির সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের গাড়াদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আট জনের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে । তারা হলেন মহারাজপুর গ্রামের আজুফা (৬০), মকবুল (৪০), রঞ্জনা (২৫), সোবাহান (৩৫) ও বন্যা (১১)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উল্লাপাড়া থেকে শাহজাদপুরগামী নছিমনটি ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন আরো কয়েকজন। তাদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আরো তিনজন নিহত হন।

পাঠকের মতামত: