ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

খালেদা জিয়ার উদ্দেশে হিন্দি গান গাইলেন মতিয়া চৌধুরী

motia

motiaগতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী খালেদা জিয়ার উদ্দেশে একটি হিন্দি গানের কলি শোনান। মতিয়া চৌধুরী বলেন, হঠাৎ বেগম জিয়া আবিষ্কার করলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয় নাই। আসলে তিনি জানবেন কী করে? তিনি তো মেহমান ছিলেন। এরপর খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, ‘ম্যায় ভুল গ্যায়া হার বাত, মাগার তেরা পেয়ার নেহি ভুলে’।

মতিয়া চৌধুরী বলেন, ‘আপনি মেহমানদারি ভুলতে পারেন নাই। কাজেই আপনি শহীদের সংখ্যা নিয়া প্রশ্ন তোলেন।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু তখন কথা হইল এটা লোকাল নির্বাচন, অন্য মার্কার নির্বাচন …। এই তো সেই দিন, ৩০ ডিসেম্বর, নৌকা মার্কায় পৌর নির্বাচন হইছে, আর বিএনপি অংশগ্রহণ করছে ধানের শীষ মার্কা নিয়ে; কাজেই পরিষ্কার প্রমাণ হয়ে গেল, গাধা পানি খায়, ঘোলা কইরা খায়, আপনি ঘোলা কইরা পানি খান।’

৫ জানুয়ারির নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণতন্ত্রের বিজয় দিবস দাবি করে এ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিকেল পৌনে ৩টায় সমাবেশ শুরু হয়।

সমাবেশে মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়েছি পদ্মা সেতু।’ তিনি বলেন, ‘আমরা যখন গণতন্ত্রের বিজয় দিবস পালন করছি, উনি তখন বিলাপ দিবস পালন করছেন। ওনাকে আর কখনো বিজয়ের মুখ দেখতে হবে না।’

পাঠকের মতামত: