ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

দলে সুযোগ পেয়েই মাথা ফাটিয়ে দিলেন সোহান

sohan

sohanবছর দেড় আগের ঘটনা। শন অ্যাবোটের একটি বাউন্সারে আহত হয়ে দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ। এরপর শন অ্যাবোটের কি হয়েছে তা কম বেশি সবারই জানা।

হিউজের মৃত্যুর কিছুদিন আগে সম্ভবনাময় এই পেসার আর জাতীয় দলে আসতে পারেননি। মাত্র ১টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার পর এই অস্ট্রেলিয়ান এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। হিউজের মৃত্যুর জন্য নিজে দায়ী না থাকলেও এখনও তাকে তারিয়ে বেড়াচ্ছে সে স্মৃতি। শুধু হিউজ নয় ক্রিকেট মাঠে এর আগে ও পরে অনেক মৃত্যুর ঘটনাই ঘটেছে।

শুধু অ্যাবোটই নন, তার মৃত্যুর শোকে মুহ্যমান হয়ে পড়েন সারা বিশ্বের সকল ক্রিকেট অনুরাগীই। এমনি এক ঘটনা থেকে বড় বাঁচা বেঁচে গেলেন সদ্য জাতীয় দলে সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহান। বুধবার অনুশীলনে তার বলের আঘাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডসম্যান ইকরাম গুরুতর আহত হন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বড় ধরনের কোন বিপদ হয়নি তার। আর এই খবর পেয়ে হাঁফ ছেড়ে বেঁচেছেন সোহান।

ঘটনার সময় মাঠের এক প্রান্তে বোলিং মেশিনে অনুশীলন করছিলেন সোহান। এ সময় বোলিং মেশিনে দল দিচ্ছিলেন ইকরাম। ডাউন দ্য উইকেট খেলে সজোরে বল বোলারের ওপর দিয়ে মেরেছিলেন সোহান। কিন্তু বল সজোরে গিয়ে কপালে লাগে গ্রাউন্ডসম্যান ইকরামের। তখন মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ধরে জাতীয় দলের ফিজিও দেবাশিষের কাছে নেওয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় এরপরই তাকে অ্যাপোলো হাসাপাতালে পাঠানো হয়। তবে বর্তমানে ইকরাম বিপদ কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ প্রসঙ্গে সোহান বলেন, অনেক খারাপ লাগছে নিজের কাছে, অনেক দুশ্চিন্তায় ছিলাম। তবে শেষ পর্যন্ত শুনলাম বড় কোন সমস্যা হয়নি, তাই একটু শান্তি পাচ্ছি। যদি কিছু হয়ে যেত তাহলে নিজেই নিজেকে ক্ষমা করতে পারতাম না।

পাঠকের মতামত: