ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

অবশেষে মেয়ের নাম প্রকাশ করলেন সাকিব

alina-hasan-abri

alina-hasan-abriদুই মাসের মাথায় একমাত্র সন্তানের নাম জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। স্ত্রী-কন্যাকে দেখে এরই মধ্যে বাংলাদেশে ফিরেছেন তিনি।

বৃহস্পতিবার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে জানিয়েছেন, মেয়ের নাম রাখা হয়েছে আলাইনা হাসান অব্রি

গেল বছরের নয় নভেম্বর যুক্তরাষ্ট্রে সাকিব-শিশিরের কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান। তারপর থেকেই কন্যাকে দেখে বাংলাদেশ-যুক্তরাস্ট্র ভ্রমণের উপর রয়েছেন সাকিব।

তবে নাম জানালেও, কবে কন্যাকে নিয়ে দেশে ফিরছেন সে ব্যাপারে কিছু বলেননি তিনি।


## স্বামীকে ধর্ষণ করায় স্ত্রী জেলে

## সকল সুবিধাসহ গার্লফ্রেন্ড ভাড়া মাত্র ১৬০ টাকায়

## ভূমিকম্প আসন্ন! মৃত্যু হবে ৪ কোটি মানুষের, দ্বিখণ্ডিত মহাদেশ!

## ভূমিকম্পের সময় কি করছিলেন তারকারা

## মাওলানা নিজামীর সন্তানরা কে কি করেন

 

পাঠকের মতামত: