ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

নগ্ন ছবিতে ফের আলোচনায় ক্যামেরন ডায়াজ

cameron-diaz

cameron-diaz১৯৯৯ সালে ক্যামেরার সামনে নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন হলিউড স্টার ক্যামেরন ডায়াজ লোডেড নামক ম্যাগাজিনের জন্য। সেইসব নগ্ন ছবিটি ফাঁস হওয়ায় ফের আলোচনায় উঠে এই নায়িকা।

সম্প্রতি একটি সেক্স টেপ ফাঁস হয়ে যায়। এরপর প্রকাশ্যে চলে আসে ক্যামেরুনের সেইসব নগ্ন ছবির কিছু। ম্যাগাজিনের তরফে দাবি করা হয়েছে, ১৯৯৯-তে ক্যামেরার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন ক্যামেরন। আর সেই ছবি শুধু তাদের সংগ্রহেই রয়েছে।

নতুন করে গবেষণা চলছে ক্যামেরনকে নিয়ে । তরুণ প্রজন্মের কাছে নাকি হঠাৎ করেই জনপ্রিয়তা বেড়ে গেছে এই সেক্স সিম্বল এই তারকার।

১৯৯৪ সালে ‘নিউইউক ফিল্ম অ্যাওয়ার্ডে’ সেরা অভিনেত্রীর নির্বাচিত হন। তারপর থেকেই মুগ্ধতা দিয়ে বশ করে রেখেছেন হলিউড।

পাঠকের মতামত: