ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বিয়ে করেলন নিলয়-শখ

niloy-shokh

niloy-shokhসমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন মডেলিং, টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় জুটি নিলয়-শখ। ক্যারিয়ারের সূচনা লগ্ন থেকে বাস্তব জীবনেও তারা জুটিতে পরিণত হন। একে অন্যের সঙ্গে গাঁথা পড়েন প্রেমের সম্পর্কে।

উল্লেখ্য, ২০১২ সালের শেষ দিকে হঠাৎ সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে নিলয়-শখ একে অপরের ছায়াও মাড়াতেন না। তবে ২০১৫ সালের শেষের দিকে শোবিজের আলোচিত এ জুটি আবারো এক হন।

অবশেষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে পারিবারিকভাবে বিয়ে করেন এই জুটি। শখের পুরনো ঢাকাস্থ বাবার বাসায় এ বিয়ে সম্পন্ন হয়। পারিবারিকভাবে দুই পরিবারের সদস্যরা এ বিয়েতে উপস্থিত ছিলেন।

নিলয়-শখের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, বিয়ের পর নিলয় শখকে নিয়ে সংসার সাজাবেন তার উত্তরাস্থ বাসায়। বিয়েতে দেনমোহর ধার্য করা হয় দশ লাখ টাকা।

পাঠকের মতামত: