ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

‘মাটি-ঘাস-পাতা খেয়ে বেঁচে আছে মানুষ’

child-syria

child-syriaভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার অবরুদ্ধ শহর মাদায়ায়। ছয় মাসের বেশি সময় ধরে অবরোধের আরোপের ফলে সেখানে খাদ্যের অভাবে এখন পর্যন্ত ৬০ জন মানুষের মৃত্যু হয়েছে।

মাদায়ার একজন বাসিন্দা বিবিসিকে জানান, না খেতে পেরে দু’জন লোক বৃহস্পতিবার সেখানে মারা গেছে। আব্দেল ওয়াহাব আহমেদ নামের ওই বাসিন্দা আরো জানান, সরকারী বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধারা ওই শহরটিতে অবরোধ আরোপের পর থেকে এ পর্যন্ত অন্তত ৬০ জন মারা গেছেন।

“দুই শ’ দিন ধরে মাদায়া অবরুদ্ধ হয়ে আছে। আজ দু’জন মারা গেছেন। এখানকার লোকজন এখন মাটি-ঘাস-গাছের পাতা খাচ্ছে কারণ খাবার আর কিছু নাই। শীতের কারণে পরিস্থিতিও ভয়াবহ আকার নিয়েছে। ঘাস-পাতাও শুকিয়ে যাচ্ছে।”

লেবাননের বৈরুতে জাতিসঙ্ঘ সদরদফতরের সামনে গত ডিসেম্বর মাসে প্ল্যাকার্ড নিয়ে সিরিয়ান শিশুরা দাবি জানায়, মাদায়া ও জাবাদানি শহর থেকে যেন অবরোধ তুলে নেয়া হয় যদিও সেখানকার কত মানুষ না খেতে পেয়ে মারা গেছে সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যাচ্ছে না । তবে মেদসাঁ সঁ ফ্রঁতিয়ে বলছে,

সেখানকার স্থানীয় হাসপাতালের অবস্থা যে কতটা শোচনীয় ওয়াহাব আহমেদের বর্ণনায় তা স্পষ্ট প্রকাশ পায়। “হাসপাতালে এখন দেড় শ’রও বেশি মানুষ অচেতন অবস্থায় আছে। অবরোধ আরোপের পর থেকে শহরটিতে জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ কমে গেছে।

কোনো ওষুধা নাই এখন, কোন বেডও খালি নাই এমনকি অ্যাম্বুলেন্সও নাই। একদিনের জন্য যেন অবরোধ তুলে নেয়া হয় আমরা এটিই চাই।”

ভিডিওঃ

পাঠকের মতামত: