ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

১ টাকায় কথা বলা যাবে পুরো ২ ঘণ্টা!

mobile-talk

mobile-talkমোবাইল ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর। যারা মোবাইলে বেশি কথা বলেন তাদের জন্য এটি আরো আনন্দের। বিলের কথা চিন্তা করে যারা ফোনে বেশি সময় ধরে কথা বলতে পারেন না তাদের জন্য ভারতের এয়ারসেল দিচ্ছে নতুন অফার। মাত্র এক টাকায় কথা বলা যাবে পুরো ২ ঘণ্টা।

এই বিশেষ সুবিধাটির নাম গুড মর্নিং প্যাক। এই প্যাকের সুবিধা হল, আপনি রোজ সকালে ৬ টা থেকে ৮ টার মধ্যে কল করতে পারবেন মাত্র ১ টাকার বিনিময়ে।

প্রথম কলটিতে অবশ্যই ১ টাকা খরচ করতে হবে। এরপর ৬ টা থেকে ৮ টার মধ্যে অন্য কলগুলি হয়ে যাবে একেবারে ফ্রি।। দেশের ১৩টি সার্ভিস এরিয়ার মধ্যে এয়ারসেলের গ্রাহকরা এই সুবিধাটি পাবেন।


## স্যামসাং মোবাইলে ৫ হাজার টাকা ছাড়

## ১ ঘণ্টা আনলিমিটেড ইন্টারনেট মাত্র ৫০ পয়সায়

## স্বামীকে ধর্ষণ করায় স্ত্রী জেলে

## সকল সুবিধাসহ গার্লফ্রেন্ড ভাড়া মাত্র ১৬০ টাকায়

## ধোনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

## নিজামীর সন্তানরা কে কি করেন


 

পাঠকের মতামত: