ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

নিজামীর ফাঁসি কার্যকর

nizami

nizamiএকাত্তরের মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত আলবদর প্রধান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার রাতে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ঢাকা মেট্টোপলিট্রন পুলিশ কমিশনারের প্রতিনিধি গোয়েন্দা কর্মকর্তা শেখ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিশ্চিদ্র নিরাপত্তায় র‌্যাব-পুলিশি পাহারায় তার লাশ কারাগার থেকে বের করে সরকারি এ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়ার মনমথপুর গ্রামে নিয়ে যাওয়া হবে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে পঞ্চম যুদ্ধাপরাধী হিসেবে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

পাঠকের মতামত: