ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ভক্তদের প্রতি সাকিবের স্ত্রীর অনুরোধ

sishir

sishirবিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির ভক্তদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শিশির লিখেছেন, সবাইকে একটি ঘোষণা দেওয়ার সময় এসেছে। ফেসবুকে আমার একটি মাত্র আইডিই আছে, যেখানে আমি সক্রিয়। এছাড়া আমার আর অন্য কোন আইডি নেই; এমনকি কোনো পেজও নেই।

অথচ সম্প্রতি ফেসবুকে আমার নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্ত করা হচ্ছে। তাই এই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমি লক্ষ্য করছি আমার নামে অনেকগুলো পেজ ফেসবুকে চলছে। যেখানে আমার নামে ভুয়া তথ্য দেওয়া হচ্ছে। সবাইকে অনুরোধ করছি সেই পেজগুলো রিপোর্ট করতে এবং আমাকে খুঁজে বের করে দিয়ে রিপোর্ট করতে সাহায্য করুন।

শিশিরের নামে খোলা সেই ভুয়া ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা একেবারে কম নয়। কয়েক দিনের ব্যবধানে এর অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ১,২০,৩৯৫।

অন্যদিকে সাকিব পত্নী উম্মে আহমেদ শিশিরের ভেরিফায়েড ফেসবুক পেইজে ভক্তের সংখ্যা প্রায় ৩,৪১,৩৬৬।

পাঠকের মতামত: