ঢাকা,রোববার, ১ ডিসেম্বর ২০২৪

যে দুটি জিনিসকে ভয় পান মুস্তাফিজ

mustafiz

mustafizবর্তমান সময়ে মুস্তাফিজুর রহমান ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের নাম! তবে বাংলাদেশের তরুণ এই পেসারও কিন্তু দুটি জিনিসকে ভয় পান। কী সেই দুটি জিনিস?

সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডের একমাত্র বাংলা জানা মানুষ রিকি ভুই। হায়দরাবাদের হয়ে একটি ম্যাচও খেলার সুযোগ না পাওয়া মধ্যপ্রদেশের তরুণ এই ব্যাটসম্যানই ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘সে (মুস্তাফিজ) দুটি জিনিসকে ভয় পায়- ব্যাটিং করা ও ইংরেজিতে কথা বলা।’

২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুস্তাফিজের সঙ্গে একসঙ্গে খেলেছেন ভুই। বাংলা জানা ভুই-ই আইপিএলে হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট ও দলের অন্যদের সঙ্গে মুস্তাফিজের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছেন। এতে মুস্তাফিজ ও ভুইয়ের মধ্যে ভালো ঘনিষ্ঠতাও হয়েছে, ‘সে ইংরেজি জানে না বলে দলের অন্যদের সঙ্গে খুব একটা কথাও বলতে পারে না। ও আমার সঙ্গেই কথা বলে, আমাদের মধ্যে তাই বেশ ভালো ঘনিষ্ঠতা।’

মাঠে প্রয়োজনের সময় মুস্তাফিজ প্রতীকী ভাষা ব্যবহার করেন বলে জানালেন ভুই, ‘সে ইশারা দিয়েই মাঠে কাজ চালায় বেশি। স্লোয়ার বল করতে চাইলে সে কবজি ঘোরাবে। আর বাউন্সার করতে চাইলে মাথার দিকে ইঙ্গিত করবে।’

ভুই আরো জানালেন, মুস্তাফিজ মাঠের ভেতরে-বাইরে কাজ চালান দুটি শব্দ দিয়ে, ‘সে শুধু দুটি শব্দ বলে- “প্রবলেম” আর “নো প্রবলেম”। “প্রবলেম” মানে সে কিছুই বুঝছে না। আর “নো প্রবলেম” মানে সে জানে, কী করতে হবে।’

হায়দরাবাদের কোচ টম মুডি ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার একটা সময় মুস্তাফিজের জন্য বাংলা শেখাই শুরু করে দিয়েছিলেন। তবে তাতে সফল না হলেও মুস্তাফিজের সঙ্গে তাদের ভাষার দূরত্বটা আগের চেয়ে কমে এসেছে বলেই জানালেন মুডি, ‘এমন নয় যে আমাদের বাংলা কিছুটা ভালো হয়েছে, তবে ওর ইংরেজি কিছুটা ভালো হয়েছে। আর এমনিতে ক্রিকেটের একটা চিরন্তন ভাষা তো আছেই।’

পাঠকের মতামত: