ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

১ ঘণ্টা আনলিমিটেড ইন্টারনেট মাত্র ৫০ পয়সায়

opera-grameenphone

opera-grameenphoneনামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালু করেছে গ্রামীণফোন। যারা অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করেন শুধুমাত্র তারাই এই সুবিধাটি উপভোগ করতে পারবেন। এই সুবিধার আওতায় মাত্র মাত্র ৫০ পয়সায় ১ ঘণ্টা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে।

এই সুবিধাটি পেতে হলে আপনার অপেরা মিনি ব্রাউজার থেকে ইন্টারনেট টিকিট অপশনে যেতে হবে। তারপর একটি পাস সিলেক্ট করে ‘অ্যাকটিভ’ এ ক্লিক করতে হবে।

টিকেটটি দিয়ে শুধুমাত্র অপেরা মিনি ব্রাউজ করা যাবে। অপেরা মিনি ছাড়া অন্য ব্রাউজার এর ক্ষেত্রে রেগুলার ডাটা চার্জ প্রযোজ্য হবে। ভিডিও, মিউজিক স্ট্রিমিং এবং ডাউনলোড অন্তর্ভুক্ত নয়। কনফারমেশন পাবার পর ব্রাউজ করা যাবে।

টিকিট পেতে যেকোনো একটি গ্রামীণফোন ইন্টারনেট প্যাক চালু রাখতে হবে। বরাদ্দকৃত সময়/ পরিমান শেষে, রেগুলার ইন্টারনেট প্যাক চার্জ প্রযোজ্য হবে।

সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রযোজ্য।

একজন গ্রাহক যতবার খুশি অফারটি গ্রহণ করতে পারবেন।

পাঠকের মতামত: