ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

আন্তর্জাতিক খবর

আলজেরিয়ায় কারাগারে মানবাধিকার কর্মীর মৃত্যু

আলজেরিয়ায় মঙ্গলবার এক মানবাধিকার কর্মী মারা গেছেন। তাকে বিচারের জন্যে কারাগারে বন্দী রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু ঘটে।
তার আইনজীবী এ কথা জানান। একইসঙ্গে তিনি এ মৃত্যুর জন্যে বিচারিক কর্তৃপক্ষকে দায়ী করেন।
দু’বছর কারাভোগের পর ২০১৭ সালের জুলাইয়ে কামেল এদিন ফেখর মুক্তি পান। কিন্তু প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগে মার্চে ফের তাকে গ্রেফতার করা হয়। তিনি মোজাবাইট বারবার সংখ্যালঘুদের অধিকার আদায়ের সংগ্রামেও সক্রিয় কর্মী ছিলেন।
রাজধানী আলজিয়ার্স থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণে ঘারদিয়ায় তাকে আটক রাখা হয়।
তার আইনজীবী সালাহ দাবজ বলেন, এদিন ফেখরকে অচেতন অবস্থায় বিদা হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
তিনি আরো জানান, আটকের পর থেকে তিনি অনশনে ছিলেন।
কোন কারণ ছাড়াই তাকে আটকের নিন্দা জানিয়ে দাবুজ তার ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি পরিকল্পিত এ মৃত্যুর জন্যে বিচারিক কর্তৃপক্ষকে দায়ী করেন এবং বলেন, এদিন ফেখরকে খুবই অমানবিকভাবে কারাগারে রাখা হয়েছিল।
এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্তের আহ্বান জানিয়ে বলেছে, এ অপরাধের সঙ্গে জড়িত যে কাউকে বিচারের আওতায় আনতে হবে।

পাঠকের মতামত: