ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

রিয়ালকে গুঁড়িয়ে দিল বার্সেলোনা

barca-real

barca-realলিওনেল মেসি পুরো ফিট না থাকায় তাকে পুরো ম্যাচ খেলানোর ঝুঁকি নিচ্ছেন না লুই এনরিকে৷ কিন্তু তাতেও কোনো সমস্যা হচ্ছে না বার্সেলোনার৷ মেসির অভাব বুঝতে দিচ্ছেন না নেইমার, সুয়ারেজ৷

এল ক্লাসিকোতেই একইভাবে জ্বলে উঠলেন নেইমার-সুয়ারেজ ৷ জোড়া গোল করলেন সুয়ারেজ ৷ সঙ্গে গোল করলেন ইনিয়েস্তাও৷ সব মিলিয়ে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিল বার্সা৷

শুধু চার গোল জেতায় নয়, এই ম্যাচে বড় পাওয়া চোট সারয়ে মাঠে ফিরলেন লিও মেসি৷ অন্যদিকে এদিন চূড়ান্ত ব্যর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ তিনি কোনো ছাপই রাখতে পারলেন না এল ক্লাসিকোতে৷

শনিবার রাতে শুরু থেকেই জাপটে বার্সা। ১১ মিনিটেই সুয়ারেজ গোল করে বার্সাকে এগিয়ে দেন ৷ গোটা দলকে চাঙ্গা করে দেয় এই গোল৷ এই গোলের পরেই ম্যাচের রাশ নিজেদের দিকে তুলে নেয় বার্সা ৷ অনবদ্য ফুটবল খেললেন ইনিয়েস্তা ৷ সঙ্গে নেইমার অসাধারণ ৷ ৩৯ মিনিটে নেইমার গোল করে দলকে বার্সার পক্ষে ব্যবধান বাড়ান৷ ইনিয়েস্তা থেকে গোল করলেন নেইমার বিরতির সময় ২-০ গোলেই এগিয়ে ছিল লই এনরিকের দল৷

বিরতির পরও সেই একই দৃশ্য দেখা গেল ৷ ৫৩ মিনিটে জোরালো শটে গোল করলেন ইনিয়েস্তা৷ তিন গোলে এগিয়ে যাওয়ার পরে মাঠে নামলেন মেসি৷ বার্সার মহাতারকা মাঠে নেমে বেশ কয়েকটা ভালো পাস বাড়ান ৷

একবার নিজে গোল করার মতো পরিস্থিতি তৈরি করেন৷ যদিও সেই শট গোলে পরিণত করতে পারেননি লিও৷ এরপর ৭৪ মিনিটে ফের গোল করলেন সুয়ারেজ৷ চারক গোলে এগিয়ে যাওয়ার পরে বেনজিমা ও রোনাল্ডো গোল করার মতো পরিস্থিতি তৈরি করেন৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কেউই৷ এদিকে নেইমারকে ফাউল করে লাল কার্ড দেখেন ইসকো৷

পাঠকের মতামত: