ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

আমিরের মত পরিস্থিতিতে পড়েছিলেন এ আর রহমানও

A-R-Rahman

A-R-Rahmanবলিউড বাদশা শাহরুখ খান এবং আমির খানের পর এবার মুখ খুললেন এ আর রহমান। আমির খানের সমালোচনা করায় তার পাশে দাঁড়ালেন অস্কার জয়ী এই সঙ্গীত পরিচালক।

মঙ্গলবার পানাজিতে একটি ফিল্ম ফেস্টিভ্যালে তিনি জানান, মাস দুয়েক আগে আমির খানের মতো তিনিও একই পরিস্থিতিতে পড়েছিলেন। মুম্বাইয়ের রাজা অ্যাকাডেমির ফতোয়া প্রসঙ্গে এই কথা বলেন তিনি।

ইরানের ছবি ‘মুহাম্মদ’-এর গানে সুর দেয়ায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই সময় দিল্লি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তে রহমানের অনুষ্ঠান বাতিল করে দেন। বিশ্ব হিন্দু পরিষদ তাকে আবার ‘হিন্দু ধর্মে’ ফেরানোর জন্য আহ্বান জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘কোনো কিছুতেই হিংস্র হওয়া উচিৎ নয়। আমরা সবাই সভ্য সমাজের বাসিন্দা। গোটা বিশ্বকে দেখিয়ে দেয়া উচিৎ, আমরাই সবচেয়ে বেশি সভ্য।’

পুরস্কার ফেরত দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছুতেই ভদ্রভাবে প্রতিবাদ জানানো উচিৎ। পুরস্কার ফেরত দেয়াটা ভীষণ নাটকীয়। আমরা মহাত্মা গান্ধীর দেশে থাকি। তিনি দেখিয়ে দিয়েছিলেন হিংস্রতা ছাড়াই আমরা কিভাবে বিপ্লব ঘটাতে পারি।’

পাঠকের মতামত: