ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

গ্রামীনফোনে ২ জিবি’র সাথে ২ জিবি ফ্রি

grameenphone

grameenphoneগ্রামীণফোন দিচ্ছে আকর্ষণীয় ইণ্টারনেট অফার। ২ জিবি ইন্টারনেট এর সাথে আরও ২ জিবি ইন্টারনেট ফ্রি। ১৪৪৯ টাকায় গ্রামীণফোনের নতুন 3G মডেম কিনলেই পাচ্ছেন এই অফার। সকল নতুন পুরাতন প্রিপেইড/পোষ্ট পেইড গ্রাহক ২জিবি রেগুলার ইণ্টারনেট প্যাক চালু করলেই সাথেসাথে পাচ্ছেন ২জিবি (২ এএম-১২ পিএম) ইণ্টারনেট ফ্রি!

শর্তাবলি:

গ্রাহকগণকে অফারটি পেতে এবং ডাটা ক্রয় করতে SMS-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। যেকোনো প্রিপেইড গ্রাহক (PCO ব্যতীত) একবার রেজিস্ট্রেশন করে 2GB রেগুলার প্যাক ক্রয় করার সাথে সাথে বোনাস 2GB ডাটা (রাত ২টা থেকে দুপুর ১২টা) পাবেন।

১. ক্যাম্পেইন চলাকালীন (২ মাস) গ্রাহকগণ সর্বোচ্চ ৪ বার বোনাস উপভোগ করতে পারবেন
বোনাস 2GB ডাটার মেয়াদ ১৫ দিন।

২. ক্রয়কৃত রেগুলার 2GB ডাটার মেয়াদ ২৮ দিন।

৩. বোনাস ডাটা শুধুমাত্র রাত ২টা থেকে দুপুর ১২টার মধ্যে ব্যবহার করা যাবে।

৪. ট্যাগ করার জন্য গ্রাহকগণকে “MODEM” লিখে SMS করতে হবে 5050 নম্বরে।

৫. বোনাস ডাটা পেতে গ্রাহকগণকে “MODEM2GB” লিখে SMS করতে হবে 5050 নম্বরে।

৬. গ্রাহক কতবার অফারটি ক্রয় করেছেন তা জানতে “Check MODEM2GB” লিখে SMS করতে হবে 5050 নম্বরে।

৭. একজন গ্রাহক একাধিকবার ট্যাগ করলে প্রথম ট্যাগটি বিবেচিত হবে এবং ক্যাম্পেইন সুবিধা পাবেন।

৮. আনলিমিটেড/স্মার্ট প্ল্যান ডাটা ব্যবহারকারীগণ অফারটি উপভোগ করতে পারবেন না। ডাটা বিতরণ ব্যর্থ হলে আনলিমিটেড/স্মার্ট প্ল্যান ডাটা ব্যবহারকারীগণকে SMS-এর মাধ্যমে জানানো হবে।

৯. মাইগ্রেটেড হলে বিদ্যমান প্যাকেজ ভলিউমে পূর্বের ভলিউম যোগ হবে।

১০. কোনো এক্সিস্টিং গ্রাহক এই অফার পেলে বা কিনলে, যদি এর মেয়াদকাল বিদ্যমান প্যাকেজের মেয়াদের চেয়ে বেশি হয় তবে বিদ্যমান প্যাকেজের মেয়াদ বৃদ্ধি পাবে। সুতরাং, বিদ্যমান প্যাকেজ বর্ধিত মেয়াদ অনুযায়ী অটো রিনিউ হয়ে যাবে (অটো রিনিউয়াল অন থাকলে)
প্যাক ভলিউম চেক করতে ডায়ল *567# এবং বোনাস ভলিউম চেক করতে ডায়ল *566*33#।

১১. ৪ বার অপ্ট-ইন হবার পর অফারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং গ্রাহক পুনরায় চেষ্টা করতে তা অগ্রাহ্য করা হবে এবং SMS-এর মাধ্যমে জানানো হবে।

১১. ক্যাম্পেইন মেয়াদ: ১০ নভেম্বর ২০১৫ থেকে ৮ জানুয়ারি ২০১৬ পর্যন্ত।

১৩. সকল চার্জের উপর ৩{9e8f27b055b09c95183b284e44ebdf80831bce2813fced9452cd958e7132613c} সম্পূরক শুল্ক + সম্পূরক মূল্যসহ মোট মূল্যের উপর ১৫{9e8f27b055b09c95183b284e44ebdf80831bce2813fced9452cd958e7132613c} ভ্যাট প্রযোজ্য হবে।

১৪. গ্রাহকগণ ZTE কাস্টমার কেয়ার সেন্টার থেকে বিক্রয় পরবর্তী সেবা পাবেন।

অফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট: www.grameenphone.com অথবা কল 121 (চার্জ প্রযোজ্য)

পাঠকের মতামত: