ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

অঝোরে কাঁদলেন শাহরুখ!

shahruk-krying

shahruk-kryingবলিউড কিং শাহরুখ খান এখন ব্যস্ত আছেন তার তিনটি সিনেমার কাজ নিয়ে। দিলওয়ালে সিনেমার পর ফ্যান এবং রাইস সিনেমার কাজ করছেন তিনি। এত ব্যস্ততার মধ্যেও সময় নিয়ে দিলওয়ালে সিনেমা দেখেছেন শাহরুখ। আর সিনেমাটি দেখে কান্নায় ভেঙে পড়েন কিং খান।

গত ২৪ নভেম্বর মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইট করেন শাহরুখ। টুইটে তিনি লেখেন, ‘মাত্র দিলওয়ালে দেখা শেষ করলাম। বুঝতে পারলাম জীবনের সবচেয়ে বড় ওষুধ আনন্দ, হাসি এবং প্রচুর অশ্রু। আর বাকি সবকিছু অযৌক্তিক।’

shahruk-twwitএ দিকে সম্প্রতি এক অনুষ্ঠানে দিলওয়ালে সিনেমার পরিচালক রোহিত শেঠি বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে কাজ করে চেন্নাই এক্সপ্রেস সিনেমায় বেশ সাড়া পেয়েছিলাম। আমি আমার দর্শকদের বিশেষ কিছু উপহার দিতে চেয়েছিলাম। তেমনি দিলওয়ালে শুধু একটি সিনেমা নয়, এটি আমার এবং দিলওয়ালে দলের রুপালি পর্দায় ম্যাজিক সৃষ্টি করার আত্মিক এবং সাহসী উদ্যোগ।’

পাঠকের মতামত: