ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ববি’র ভর্তি যুদ্ধ শুক্র ও শনিবার

borisal-university

borisal-universityবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শুক্র ও শনিবার।

মোট ৬টি অনুষদের ১৮টি বিষয়ের ১৩০০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা বরিশাল নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন ২৭ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী।

একটি আসনের জন্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ২১ জন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ফয়সল মাহমুদ রুমি জানান, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরিশাল নগরীর বিভিন্ন কেন্দ্রে ‘খ’ ইউনিটের ৩২০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৫২৫৫ জন শিক্ষার্থী।

একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের ২৪০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে ৬৫৫৪ জন।

পরদিন শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ২৩৫ আসনের বিপরীতে ৮৪৪২ জন এবং একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ৫০৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৭৩২৩ জন শিক্ষার্থী।

পাঠকের মতামত: