ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

প্রাথমিক সমাপনীর স্থগিত বাংলা পরীক্ষা সোমবার

psc

pscমানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে গত সোমবার জামায়াতে ইসলামীর হরতাল কর্মসূচির কারণে স্থগিত হওয়া প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষা সমাপনীর বাংলা পরীক্ষা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।

বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। এই পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।

এবার প্রায় ৩২ লাখ পরীক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। মূলত তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হরতালের কারণে ওই দিনের পরীক্ষা স্থগিত করে।

পাঠকের মতামত: