ঢাকা,বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

সঙ্গমরত অবস্থায় গাড়িতে বিস্ফোরণ, রাশিয়ান সাংসদ নিহত

russina-death

russina-deathনিজেদের গাড়ির ভিতরেই স্বামীর সঙ্গে সঙ্গমে মত্ত ছিলেন রাশিয়ার এক সাংসদ। হঠাৎ জোরালো বিস্ফোরণ ঘটে গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। 

পরে পুলিশ এসে গাড়ির পিছনের সিট থেকে দু’জনের অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার করে। দ্য সান এবং ডেইল মেইলের প্রতিবেদন অনুযায়ী, শনিবার এই ঘটনাটি ঘটেছে সাইবেরিয়ার নোভোসিবিরস্কে।

পুলিশ জানিয়েছে, ৩০ বছরের ওকসানা বোবরোভস্কায়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য ছিলেন। ওকসানার স্বামী ছিলেন রাশিয়ান মিলিটারির প্রাক্তন স্পেশাল সার্ভিস অফিসার।

সূত্রের খবর বিস্ফোরণের আগে ওই দম্পতির মধ্যে প্রবল বাদানুবাদ হয়। ওকসানার স্বামী তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন।

পুলিসের সন্দেহ, স্ত্রীর বিরুদ্ধে প্রতিশোধ নিতেই গাড়িতে বোমা রেখে ছিলেন ওই সাংসদের স্বামী।

পাঠকের মতামত: