ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

অবশেষে চট্টগ্রামে প্রাণ পেলো বিপিএল

chittegong

chittegongঢাকায় দর্শক খরায় ভুগছিলো বিপিএল। বন্দর নগরী চট্টগ্রামে এসে অবশেষে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরের মাঠে নিজেদের দল চিটাগাং ভাইকিংসকে উৎসাহ দিতে ভরে ওঠে গ্যালারির তিন চতুর্থাংশ।

এদিন বরিশাল বুলসের বিপক্ষে মাঠে উপস্থিত হয়েছেন প্রায় হাজার দশেক দর্শক। তবে ম্যাচটি দুপুরে থাকায় অনেকেই ইচ্ছে থাকলেও মাঠে আসতে পারেননি বলে জানান এক দর্শক।

গ্যালারিতে সোহেল নামে এক দর্শক জানালেন, প্রায় সারাদিন দাঁড়িয়ে থেকে চিটাগাং ভাইকিংসের খেলা দেখার জন্য টিকেট পেয়েছি। তার বেশ কিছু বন্ধু লাইনে দাঁড়িয়েও টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন বলেও জানান।

ঢাকা পর্বের ম্যাচগুলোতে পর্যাপ্ত পরিমান রান না ওঠায় হতাশা ছিল দর্শকদের মনে। চট্টগ্রামের উইকেটে এদিন চার ছক্কার ফুলঝুরিতে জমে উঠেছে খেলা।

পাঠকের মতামত: