ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ক্যাটেরিনার কাছে মাফ চাইলেন সালমান

Salman-Katrina

Salman-Katrinaব্যক্তিগত জীবন নিয়ে বলতে খুব একটা পছন্দ করেন না বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কিন্তু সাম্প্রতিক সময়ে তাকে জড়িয়ে বলিউড জুড়ে যে গুঞ্জন চলছে তাতে তিনি চুপ করে থাকতে পারলেন না এ অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তাকে নিয়ে নানা গুঞ্জনের জবাব দিয়েছেন তিনি।

প্রেম রতন ধন পায়ো সিনেমার প্রচারণায় কালার টিভি চ্যানেলের ‘কমেডি নাইট উইথ কপিল’ শোতে ক্যাটরিনাকে নিয়ে কৌতুক করেছিলেন সালমান। অনুষ্ঠানে সালমানের সামনে কিছু আতশবাজি আনা হয়। যার প্যাকেটের ওপরে ছিল ক্যাটরিনার ছবি। এটি দেখে সালমান বলেছিলেন, কী উদ্দেশ্যে প্যাকেটের গায়ে তার (ক্যাটরিনার) ছবি দিয়েছ? এটা তোমার কোনো কাজে দেবে না। তিনি আরো বলেন, ‘সে আমারও কোনো কাজে আসেনি।’

বিষয়টি নিয়ে ক্যাটরিনা বলেছেন, ‘সালমানের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি সত্যি। সে কারণেই আমরা এখনো বন্ধু আছি। কিন্তু সে (সালমান) আমাকে নিয়ে সবার সামনে কৌতুক করে এবং মিডিয়াকে চাঙ্গা রাখে। যেমন ধরুন কমেডি নাইট উইথ কপিল শোতে সে বলেছে, ‘সে আমারও কোনো কাজে আসেনি।’

ক্যাটরিনা আরো বলেন, ‘এরপর আমি সালমানকে ফোন করি এবং তার সঙ্গে বিষয়টি নিয়ে রাগারাগি করি। আমি সেটি করেছি কারণ তার সঙ্গে আমার সম্পর্কটাই এমন। এরপর সে আমাকে বলেছে, ‘ঠিক আছে, দুঃখিত। আমি মিডিয়ার কাছে এ জন্য ক্ষমা চাইব।’ আমি তাকে এসব করতে নিষেধ করেছি এবং যতটুকু সম্ভব বিষয়গুলো নিয়ে চুপ থাকার জন্য অনুরোধ করেছি।’

প্রেমিক রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠতা নিয়েও কথা বলেছেন ৩২ বছর বয়সি এ অভিনেত্রী। তিনি জানিয়েছেন, তামাশা সিনেমায় রণবীর অসাধারণ অভিনয় করেছেন।

ফ্যান্টম খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে বলেই কাউকে আমার ইচ্ছাগুলো চাপিয়ে দিতে পারি না। তাদের নিজস্ব পছন্দ আছে। আমি তাদের পছন্দ নাও করতে পারি। কিন্তু আশা করছি, ভবিষ্যতে তাদের পছন্দ পরিবর্তন হবে।’

বিয়ে প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘চারিদিকে একটু লক্ষ্য করলেই দেখবেন সম্পর্ক এবং বিয়ে নিয়ে সবাই কত ঝামেলায় আছে। তারাই সৌভাগ্যবান যারা তাদের নিঃস্বার্থ ভালোবাসা খুঁজে পেতে সক্ষম হয়েছেন।’

পাঠকের মতামত: