ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

মোবাইলে স্ক্যান করবেন কিভাবে?

scanner-pro

scanner-proবাসায় আছেন হঠাৎ জানলেন আপনার জরুরি কাগজপত্র কোথাও পাঠাতে হবে স্ক্যান করে। সেই অনেক দূরে হবে স্ক্যান করতে। ভাবছেন বাসায় একটা স্ক্যানার থাকলে ভাল হতো। কিন্তু তার দিতে হয় অনেকগুলো টাকা।

অবশ্য চটজলদি সমাধানও রয়েছে। আপনার স্মার্টফোন বা ট্যাবলেট থেকেই করে নিতে পারবেন ঝকঝকে স্ক্যান। তার জন্য শুধু ইন্সটল করতে হবে ক্যাম স্ক্যানার নামে একটা অ্যাপ।

কী ভাবে করবেন স্ক্যান:
১। যে কাগজটার স্ক্যান করতে চান অ্যাপটি দিয়ে প্রথমে সেটার ছবি তুলতে হবে।
২। অ্যাপটি নিজেই ছবির বাড়তি এলাকাটুকু বাদ দিয়ে আপনার কাগজটা ক্রপ করে নেবে।
৩। যদি তুলতে গিয়ে ছবিটা বেঁকে যায় তাহলেও চিন্তা নেই। ক্যাম স্ক্যানার নিজেই ঠিক করে দেবে।
৪। তাও মনোমত না হলে আপনি নিজের হাতে ছবির নির্দিষ্ট এলাকা সিলেক্ট করে নিতে পারেন।
৫। পরের ধাপে ক্যাম স্ক্যানার আপনার ছবিটির কন্ট্রাস্ট ঠিকঠাক করে দেবে। দেখে মনে হবে যেন দামি স্ক্যানারের কেরামতি।
৬। এই ভাবে যত খুশি কাগজ পরপর স্ক্যান করতে পারেন। শেষে আঙুলের ছোঁয়ায় সবকটা ইমেজ পিডিএফ হয়ে যাবে।
৭। এই অ্যাপ মিলবে বিনামূল্যে। তবে তার জন্য স্ক্যান করা ইমেজের নীচে ছোট্ট এক চিলতে জলছাপ মেনে নিতে হবে। আর তা যদি না চান, অল্প দামে কিনে নিতে পারেন অ্যাপটির লাইসেন্সড ভার্সান। সে ক্ষেত্রে বাড়তি কিছু সুবিধাও মিলবে।

পাঠকের মতামত: