ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

সানি লিওন লাজুক!

sunny-leone

sunny-leoneসানি লিওনকে নতুন করে পরিচিত করার কিছু নাই। ছোট পর্দা বড় পর্দা সব যায়গায় সমান ভাবে পরিচিত। মিডিয়ার কল্যাণে কম বেশি সবাই তার ব্যাপারে জানেন।

কিন্তু তিনি যে ‘লাজুক’, সেটা কি আপনি জানেন? মনে হয় না।

এখন আপনি নিশ্চয়ই প্রশ্ন তুলবেন, একজন প্রাক্তন পর্ন-স্টার নিজেকে কীভাবে লাজুক দাবি করতে পারেন? প্রশ্নটাও স্বাভাবিক৷ কিন্ত্ত সানি লিওন নিজেই বলেছেন, তিনি লাজুক৷ এরপর কি আর কোনও প্রশ্ন থাকতে পারে? মনে হয় না!

কিন্তু কী প্রসঙ্গে এই ‘লাজুক’ কথাটা উঠল? আচ্ছা, সেটাও একটু দেখে নেওয়া যাক৷ হালে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির ছিলেন সানি৷ সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,sunny-leone-1
‘এটা বুঝতে পারছি, আমার সম্পর্কে মানুষের মনোভাব বদলাচ্ছে৷ এটা বলছি না, ইন্ডাস্ট্রিতে আমার প্রচুর বন্ধু হয়ে গিয়েছে৷ কিন্তু গত কয়েকবছরে অনেক ইন্টারেস্টিং মানুষের সঙ্গে আমরা কথা বলেছি৷ এটা বেশ ভালো লাগে৷

এমনিতে সকলে আমার সঙ্গে এগিয়ে এসে, কথা বলে তা নয়৷ কিন্ত্ত দোষটা উল্টো দিকে যিনি আছেন, তারও নয়৷ আসলে এটা হয়তো অনেকেই জানেন না, আমি এমনিতে খুব লাজুক৷ সহজে লোকের সঙ্গে মিশতে পারি না৷ পার্টি টার্টিতেও বেশি যেতে পছন্দ করি না৷ আর গেলেও, ঘরের এক কোনে বসে থাকি৷ আর দেখি, ঘরে কোন-কোন সেলেব্রিটি আছেন৷ আর তাঁদের দেখে আমি উত্তেজিত হয়ে যাই৷ ভাবি… ওয়াও দ্যাটস হার, দ্যাটস হিম৷ তত্‍ক্ষণাত্‍ আমি ওই সেলেব্রিটির ফ্যান হয়ে যাই৷ আর এগিয়ে গিয়ে হ্যালো বলার সাহস পাই না৷ বলতে পারেন, আমি এখন লাজুক মানুষের খোলস ছেড়ে সামাজিক হওয়ার চেষ্টা করছি৷’

তবে সানি লিওন ‘লাজুক’ হলেও একটা বিষয় পরিষ্কার করে জানিয়েছেন, ‘আমি চাই আমার ছবির প্রোযোজকরা ব্যবসার টাকা ফেরত পান৷ আর আমাকেও লোকে পছন্দ করুন৷’ সানির এই কথাতেই স্পষ্ট, পর্দাতে অন্তত তাঁকে ‘লাজুক’ অবস্থায় দেখতে হবে না৷

পাঠকের মতামত: