নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার ব্যক্তি। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। আহত চারজনকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, পুরিন্দা বাজার থেকে একটি ট্রাকে চাল উঠানোর সময় চালবোঝাই ট্রাকটি ডাকাতির চেষ্টা করে ডাকাতরা। এ সময় শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ডাকাতদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হয় আরো চারজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। আহত চারজনকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালবোঝাই ট্রাক ডাকাতির সময় গণপিটুনিতে তিন ডাকাত সদস্য নিহত ও চার ডাকাত আহত হয়। নিহত ও আহত ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
পাঠকের মতামত: