ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

মুক্তি পেয়েই বিতর্কে মস্তিজাদে টিজার (ভিডিও)

mastizaade

mastizaadeমুক্তি পেয়েছে মস্তিজাদে-র টিজার ও মোশন পোস্টার। আর মুক্তি পাওয়ার পরই অশ্লীলতার অভিযোগ উঠেছে মস্তিজাদের বিরুদ্ধে।

মিলাপ জাভেরি পরিচালিত সানি লিওনের ছবি নিয়ে এর মধ্যেই উত্তেজনা তুঙ্গে। চল্লিশ সেকেন্ডের টিজার মনে করিয়ে দিচ্ছে বাপ, গ্র্যান্ড মস্তির মতো ছবি। আদর্শ সেক্স কমেডির সব রকম উপাদানে ভরপুর মস্তিজাদে।

ছবিতে ডবল রোলে দেখা যাবে সানিকে। রয়েছেন তুষার কপূর, বীর দাস। ক্যামিও চরিত্রে রয়েছেন রীতেশ দেশমুখ। আগামী ২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবি।

দেখুন মস্তিজাদে টিজার:

দেখুন মস্তিজাদে মোশন পোস্টার:

পাঠকের মতামত: