ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

দিনাজপুরে মন্দিরে বোমা হামলা ও গুলি

dinajpur-tample

dinajpur-tampleদিনাজপুরের কাহারোলের ১নং ডাবর ইউনিয়নের জনন্দ নিলাহার কৃষ্ণ ভাবনা মৃত সংঘ (ইসকন) মন্দিরে বোমা হামলা ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে রেখেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে মন্দিরে মিটিং চলাকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইসকন মন্দিরে পরিচালনা কমিটির মিটিং চলছিল। মিটিং চলাকালে রাত পৌনে ৮টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রথমে বোমা নিক্ষেপ করে। এরপর তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এতে দুইজন গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত পার্শ্ববর্তী ঢাকাইয়া পাড়া গ্রামের দুই যুবককে আটক করেছে এলাকাবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি।

কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: