ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

পাকিস্তান-ভারত যুদ্ধ লাগতে পারে : মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী

antony-blinken

antony-blinkenপাকিস্তান-ভারত যুদ্ধ লাগতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্ল্যাংকেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতে যেকোনো সন্ত্রাসী হামলার কারণে অনিচ্ছাকৃতভাবেও পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। আর সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর।

তিনি বলেন, ‘দুর্ঘটনা অনিচ্ছাকৃতভাবেই ঘটে থাকে। আর সেটার ওপর কারো নিয়ন্ত্রণ থাকে না।’ তিনি বলেন, ‘আমাদের বিবেচনায় এ ধরনের ঘটনার প্রেক্ষাপট অনেক বেশি গুরুত্ববহ। ভারত ও পাকিস্তান তাদের মধ্যে যোগাযোগ করতে পারে, টেনশন কমিয়ে আনতে পারে এবং অনেক ভালো সমঝোতামূলক সম্পর্ক গড়ে তুলতে পারে।’

সাবেক আইনজ্ঞ ও সাংবাদিক ব্ল্যাংকেন বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রিন্সিপাল ডেপুটি হিসেবে কাজ করছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত। এর সঙ্গে সম্পৃক্ত ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র – এমনকি সারাবিশ্ব। তিনি বলেন, ‘এ জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তানের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া।’ সূত্র : ডন

পাঠকের মতামত: