ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

সপ্তাহে একদিন সেক্স-ই সুখী দাম্পত্যের চাবি

sex-couple

sex-coupleদাম্পত্য সুখের প্রধান শর্ত শারীরিক মিলন। কিন্তু প্রচলিত এমন ধারণাকে রীতিমতো চ্যালেঞ্জ জানাল নতুন এক গবেষণা। যে সব দম্পতি সপ্তাহে একবার শারীরিক মিলনে অভ্যস্ত তাঁরা বাস্তব জীবনে বেশি সুখী। মার্কিন দম্পতিদের নিয়ে সম্প্রতি করা একটি গবেষণায় উঠে এসেছে।

চার বছর ধরে ৩০ হাজার মার্কিন দম্পতির যৌন জীবনের ওপর গবেষণা করে দেখা গিয়েছে বেশিরভাগ সুখী দম্পতি সপ্তাহে একবার সেক্স-ই পছন্দ করছেন। টরোন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অ্যামি মুইস বলেন, ‘বেশি সেক্স মানেই যে সুখী দাম্পত্য এমন ভাবার কোনও কারণ নেই। সপ্তাহে একবার শারীরিক মিলনই অধিকাংশ দম্পতির পছন্দ।’

তিনি আরও বলেন, ‘স্বামী-স্ত্রী-র মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক রাখাটাই আসল। তার জন্য যে সেক্স-ই একমাত্র রাস্তা এটা ভাবা ঠিক নয়।’

গবেষণায় আরও উবলা হয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে যৌনতার প্রতি বিমুখ হয়ে পড়েন বেশিরভাগ দম্পতি, সেটাও ঠিক নয়। সুস্থ সুখী দাম্পত্যের জন্য আসলে স্বামী-স্ত্রী-র মধ্যে একটা সুস্থ অন্তরঙ্গ সম্পর্ক থাকাটা সবার আগে প্রয়োজন। সেটা যত দিন রয়েছে, তত দিন পর্যন্ত সেক্স সর্বস্ব চিন্তা ভাবনার দরকার নেই।

পাঠকের মতামত: