গত ২৩ নভেম্বর সোমবার শেষ হলো দুই বাংলার গান নিয়ে কনসার্ট ‘ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা’। কলকাতার শিল্পী অনুপম রায়ের গানে গানে মাতোয়ারা ছিলেন উপস্থিত শ্রোতা-দর্শক। কনসার্টের আয়োজক হিসেবে প্রশংসা পেয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
কিন্তু কনসার্টের আয়োজক হিসেবে প্রশংসা পেলেও উপস্থাপনা নিয়ে ঘটে গেল এক বিতর্কিত ঘটনা। কনসার্টে উপস্থাপিকা হিসেবে ইশরাত পায়েলর নাম ছিল পুর্ব ঘোষিত। কিন্তু তাকে বাদ দিয়ে তানিয়া আহমেদকে দিয়ে উপস্থাপনা করানো হয়।
এ ঘটনায় সমালোচিত হয়েছেন অন্তর শোবিজের ইভেন্ট ম্যানেজার কারু কৃষাণ ক্রিয়েশান।
ক্রিয়েশানের অন্যায় আবদার রাখতে রাজি না হওয়ায় বাদ দেয়া হয়েছে পায়েলকে। এমনই অভিযোগ আনলেন পায়েল। এই অভিযোগটি তিনি গত সোমবার রাতেই ফেসুবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেন সবাইকে।
তিনি স্ট্যাটাসে লিখেন, ‘বর্তমান সময়ে মিডিয়া তোমাকে কোথায় নিয়ে যাবে তা নির্ভর করে তুমি কতটা বিছানা গরম করতে পারো আর মাঝ রাতে কতটা রোমান্টিক কথা বলতে পারো!’(প্রমাণিত)
তিনি আরও লিখেন, ‘বিগত ৮ বছরে হাতে গোনা ভালো কিছু কাজ করেছি সেটাই প্রাপ্তি! সরি ভাই স্টার হওয়ার জন্য আপনাদের গরম করার মত ইচ্ছা অথবা রুচিবোধ কোনটিই আমার নেই। আমি ভদ্র ঘরের সন্তান।’
পাঠকের মতামত: