যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আজ বৃহস্পতিবার যশোর আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে যবিপ্রবির গোটা ক্যাম্পাসে সাজ সাজ রব বিরাজ করছে। চারদিকে বইছে উৎসবের আমেজ।
এখন কেবল অপেক্ষা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতিকে বরণ করার।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হলগুলো, উপাচার্যের বাসভবনসহ গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো আলোকসজ্জায় সজ্জিত। দর্শনীয় স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছবি শোভা পাচ্ছে। ক্যাম্পাসের রাস্তায় চলছে আল্পনার কাজ ও অন্যান্য সাজসজ্জা। বিশ্ববিদ্যালয়ের মূল সমাবর্তন অনুষ্ঠানস্থলসহ গোটা ক্যাম্পাসকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে।
এই সমাবর্তন অনুষ্ঠানে ৬০৪ জন ডিগ্রিধারীকে সনদ প্রদান করা হবে। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে।
পাঠকের মতামত: