google-mostafizবিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল চলতি বছরের তথ্য খোঁজার ধারা বা সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে। ২০১৫ সালের এ ধারা অনুযায়ী বাংলাদেশ থেকে শীর্ষ ব্যক্তি হিসেবে যাদের খোঁজ করা হয়েছে তাদের মধ্যে এক নম্বরে আছেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।

এ বছর বাংলাদেশ থেকে আলোচিত অনুসন্ধানের মধ্যে শীর্ষে রয়েছে অবশ্য এসএসসির ফল ২০১৫।

শীর্ষ ব্যক্তি হিসেবে যাদের খোঁজ করা হয়েছে তাদের শীর্ষ দশজনের তালিকায় মুস্তাফিজের সঙ্গে রয়েছেন আরো দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও মাশরাফি বিন মুর্তজা।

ব্যক্তি হিসেবে মুস্তাফিজকে বেশি খোঁজার যথেষ্ট কারণ আছে। গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখার পর থেকেই আলোড়ন তুলে চলেছেন মুস্তাফিজ। টি-টোয়েন্টি অভিষেকেই নিয়েছিলেন শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের মতো ব্যাটসম্যানের উইকেট।

এরপর জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই নেন ৫ উইকেট। পরের ম্যাচে ৬ উইকেট। মুস্তাফিজের স্বপ্নযাত্রা চলেছে বছরজুড়েই। ৯ ওয়ানডেতে ২৬ উইকেট নেওয়া এই বাঁহাতি পেসার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা করে নেন।

২০১৫ সালে বাংলাদেশ থেকে গুগলে শীর্ষ ব্যক্তি হিসেবে যাদের খোঁজ করা হয়েছে, সে তালিকায় সেরা দশজন হচ্ছেন:
১. মুস্তাফিজুর রহমান
২. এ পি জে আবদুল কালাম
৩. রাধিকা আপ্তে
৪. তাসকিন আহমেদ
৫. এরিক উইন্টার
৬. রন্ডা রাউজি
৭. সায়েম সাদাত
৮. সানি লিওন
৯. মাশরাফি বিন মুর্তজা
১০. কারিশমা তান্না