fishকাটার পর মাছ মরে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিকতাকে মিথ্যা প্রমান করে অর্ধেক দেহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরও ছয় মাস বেঁচে ছিল একটি মাছ। থাইল্যান্ডে পাওয়া এই আশ্চার্য মাছটির সম্প্রতি মৃত্যু হয়েছে।

সোনালি পেটের ওই মাছটি একটি সিমেন্ট দিয়ে বাঁধানো পুকুরে ছিল। পুকুরের কিনারায় লাফালাফি করার সময় এটি সিমেন্টের সিঁড়ির ওপর আছড়ে পড়ে। এতে মাছটির হাড়ে আঘাত লাগে। কয়েক দিন পর এর লেজের অংশ পচে খসে পড়ে।

কিন্তু তাতেও মাছটির মৃত্যু হয়নি। পরে ওয়াচারা ছোটে নামে এক ব্যক্তির হাতে এটি ধরা পড়ে। ওয়াচারা এটিকে নিজের অ্যাকুরিয়ামে রেখে দেন। আদর করে মাছটিকে আই-হাফ বলে ডাকতেন তিনি।

ভিডিওঃ