pranabক্রিকেটের ইতিহাস বইয়ে ঢুকে গেলেন প্রণব ধানাওয়াদে। ভারতের মুম্বাই স্কুলের এই খুদে ক্রিকেটার গতকাল সোমবার ১০০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ফেলেছেন। এক ইনিংসে ১০০০ রান অতিক্রম করা প্রথম খেলোয়াড় এখন তিনিই।

প্রণব ধানাওয়াদে চলমান ভান্দারি ট্রফিতে অনূর্ধ্ব ১৬ আন্ত:স্কুল টুর্নামেন্টে কেসি গান্ধী স্কুলের হয়ে এই কীর্তি গড়েছেন। তিনি কল্যান ইউনিয়ন অ্যাকাডেমি গ্রাউন্ডে আরয়া গুরুকুল স্কুলের বিপক্ষে এই রেকর্ড গড়েন।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) প্রত্যন্ত স্কুল থেকে ক্রিকেটার তুলে নিয়ে আসতে এই টুর্নামেন্টের আয়োজন করে।

মাত্র ৩২৩ বল খেলে ১০০০ রানের এই মহাকাব্যিক ইনিংস খেলেন প্রণব। ৫৯টি ছক্কা ও ১২৭টি চারের সাহায্যে এই ইনিংস সাজান তিনি। প্রণব ৩৯৫ মিনিট ক্রিজে স্থায়ী ছিলেন। শেষ পর্যন্ত তার দল ১৪৬৫ রানে ইনিংস ঘোষণা করে। ১০০৯ রানে অপরাজিত থাকেন প্রণব।

শুধু ব্যক্তিগত ইনিংসেই নয়, কিশোর ক্রিকেটে দলীয় স্কোরেও সর্বোচ্চ রান ১৪৬৫। এর আগে ১৯২৬ সালে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে দলীয় ১০০৭ রান করে ভিক্টোরিয়া দল।

১৫ বছর বয়সী প্রণবের আগে এক ইনিংসে সর্বোচ্চ ৬২৮ রান করে এইজে কলিন্স। ১৮৯৯ সালে যুক্তরাজ্যে ক্লার্ক হাউজের হয়ে নর্থ টাউন হাউজের বিপক্ষে এই রান করেন তিনি।

উইকেট-রক্ষক ব্যাটসম্যান প্রণবের বাবা একজন অটো রিকসা চালক। তার আইডল ভারতীয় দলের তারকা ক্রিকেটার এমএস ধোনি।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রণব বলেন, আমি সবসময় বিগ হিটার হতে চেয়েছি।

তিনি আরও বলেন, আমি যখন ইনিংস শুরু করি তখন আমার মাথাতেও রেকর্ড ভাঙার কোনও চিন্তা ছিল না। তাতে মোটেই আমার মনোযোগ ছিল না। আমি আমার ন্যাচারাল খেলাটাই খেলতে চেয়েছিলাম। এটিই আমাকে এগিয়ে যেতে সহায়তা করেছে।

ছেলের এরকম রেকর্ডে বেশ উচ্ছ্বসিত বাবা অটো রিকসা চালকও। আনন্দে চোখের জল থামিয়ে রাখতে পারেননি। তিনিও চান তার ছেলেও একদিন বিখ্যাত ক্রিকেটার হোক। (অর্থসূচক)