village cricketপাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের একটি ক্রিকেট ম্যাচ চলছিল। বোলারের একটি ডেলিভারি ব্যাটসম্যান মারার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যাটে ঠিকমতো লাগাতে পারেননি। ভীষণ বাতাস থাকায় বলটা লাট্টুর মতো ঘুরতে ঘুরতে ব্যাটসম্যানের দুই পায়ের মাঝ দিয়ে আঘাত হানে স্টাম্পে। বোলার তো আউট করার আনন্দে উদ্বেল। কিন্তু ব্যাটসম্যান অনড়। তাঁর ভাবখানা এমন যে এটা আবার কেমন আউট!

মজার এই ঘটনাটা ভিডিও করেন হামজা নামে এক ক্রিকেটপ্রেমী। তিনি এই ভিডিও পাঠিয়েছেন সরাসরি আইসিসির কাছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে হামজা জানতে চেয়েছিলেন, এটা আউট কি না? তাঁকে অবাক করে দিয়ে আইসিসিও ফিরতি টুইট করেছে। সেই টুইটে বলা হয়, ‘সকালে হামজা নামের এক ভক্ত ভিডিওটি পাঠিয়ে জানতে চেয়েছেন, এটা আউট কি না? ব্যাটসম্যানটির জন্য দুর্ভাগ্য যে ৩২.১ নম্বর আইন নিশ্চিত করছে…এটা আউট!’

গ্রাম্য ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও নানা রকম বিতর্ক লেগে থাকে। কিন্তু আইসিসি যে এই প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেট নিয়েও মাথা ঘামাবে, তা অনেকে ভাবতেও পারেননি। ভাইরাল হওয়া হামজার সেই ভিডিওতে আইসিসির ফিরতি টুইট তাই অনেক প্রশংসা কুড়িয়েছে।