Grande-Mosqueপ্যারিসে শক্তিশালী হামলার পর দেশটিতে মুসলিমদের ওপর নজরদারি ব্যাপকভাবে বাড়ানো সাথে সাথে বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে মসজিদও।

হামলার কারনে দেশটিতে মুসলিমদের জীবন এমনিতেই আশঙ্কার সম্মুখীন,রয়েছেন আতংকের মধ্যে। মসজিদ বন্ধের খবর শুনে তাদের এই আতংক আরো বেড়েছে।

খবরে বলা হয়, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনিয়ুভ দেশটির কয়েকটি মসজিদ বন্ধের সিদ্ধান্ত দিয়েছেন। প্যারিসে হামলার পর থেকেই মূলত এমন দাবি উঠছিল।সোমবার সে দাবির বৈধতা দিয়ে উল্লেখযোগ্য কয়েকটি মসজিদ বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত দেন তিনি।

ফ্রান্সের এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, কেবল মসজিদ বন্ধই নয়, এই মুহূর্তে সন্ত্রাসীদের দেশান্তর করা উচিত আমাদের।

উল্লেখ্য, ফ্রান্সে গত তিন বছরে ৪০ জন মুসলিম নেতাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। যার মধ্যে ২৫ ভাগ চলতি বছরের ৬ মাসে করা হয়।

এদিকে ফ্রান্সের গভর্নর রিক এস্টাইডার বলেন, দেশের নিরাপত্তা সর্বোচ্চ জোরদার করার আগ পর্যন্ত কোনো মুসলিম শরণার্থীকে দেশে ঢুকতে দেয়া হবে না। তিনি তার অঙ্গরাজ্যে একই অজুহাতে সিরীয় শরণার্থীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

দৈনিক জং, জিও টিভি, ওয়েবসাইট।