জেলায় পাটের আবাদ বাড়ছে। চলতি মৌসুমে ২০ হাজার ৬শ’ ১৬ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। যা গতবছরের চেয়ে ২ হাজার ৬শ’ ১৬ হেক্টর বেশি।
গতবছর ১৮ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায় বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার পাশাপাশি পাটের নায্যমূল্য পাওয়ায় জেলার কৃষকরা পাট চাষে আগ্রহি হচ্ছেন।
তিনি জানান, চলতি মৌসুমে জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২০ হাজার ৬শ’ ১৬ হেক্টর জমিতে, যা গত মৌসুমের চেয়ে ২ হাজার ৬শ’ ১৬ হেক্টর বেশি।